‘তাণ্ডবে’ নিশো-সিয়ামের ক্যামিও নিয়ে যা বললেন রাফী
- আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

আসন্ন কোরবানি ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতোমধ্যে ছবির গান ও ফরকাস্ট যেন সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া এই সিনেমায় আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও নিয়ে জোর আলোচনা। তবে মুক্তির আগে কিছু বলতে নারাজ নির্মাতা রায়হান রাফী।
তাই প্রশ্ন উঠেছে ‘তাণ্ডবে’ আসলেই কী থাকছেন নিশো-সিয়াম? অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শাকিবের পাশে নিশোকে দেখে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত। আজ বৃহস্পতিবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে নির্মাতা রায়হান রাফি নিশো ও সিয়ামের ক্যামিও নিয়ে প্রশ্নের জবাবে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া অনেক গুজব ছড়ায়। সব গুজবে কান দেওয়া যাবে না।
নির্মাতার কথায়, ‘ক্যামিও জিনিসটা হলো চমক। দুই অভিনেতার বিষয়টাও একরকম চমকই। আমিও জানি না এখানে কী হচ্ছে। ঈদের দিন অনেক কিছুই বলব। আমি আগেও বলেছি গুজবে কান দেবেন না। এখনও বলছি গুজবে কান দেবেন না। দুজনের কেউ না থাকতে পারে। পরে আমাকে বলবেন তারা নাই কেন?’
নির্মাতা যোগ করেন, ‘ আমি একবারও বলিনি দুইজনের কেউ এই সিনেমায় আছে। যেমন ‘তুফান’ সিনেমার সময় সবাই বলেছিল যীশু সেনগুপ্ত কোথায়। এবার ছবির কাজের মধ্যেই দেখলাম ‘তাণ্ডব’-এর আইটেম গানে নাকি তামান্না ভাটিয়া থাকছেন। আপনারা এতো আশা করবেন না। তাদের দুইজনের কেউ নাও থাকতে পারে। আমরা যেহেতু অনুষ্ঠানিকভাবে কিছুই বলিনি। সবাই শান্ত থাকুন। আর একদিন পর দেখতে পারবেন।’
সবশেষে রাফী বলেন, ‘দুই তারকার বিষয়টা তো চমক। চমক সিনেমা হলে গিয়ে দেখলেই ভালো লাগে। কিন্তু আগেই যদি বলে দেওয়া হয় তাহলে চমক থাকছে। সিনেমায় যদি না থাকে তখন দর্শক কষ্ট পায়। আবার থাকলেও উৎসাহটা থাকে না। আমরা যেহেতু আনুষ্ঠানিভাবে তাদের বিষয় কিছু বলছি না। সিনেমাটা দেখেন আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। বিশ্বাস করেন, যারা সিনেমা ভালোবাসেন তাদের কাছে সিনেমাটি ভালো লাগবে।’

























