টেকনাফে নিজ বসতঘর থেকে ৫০ হাজার ইয়াবাসহ বোট মালিক সমিতির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, বুধবার ভোরে জোন কার্যালয়ের সমন্বয়ে বহুমাত্রিক টিম টেকনাফের উপকূলীয় বাহারছড়ার বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো: হানিফের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও ১টি মোবাইল সেটসহ হানিফ (৪৮) কে আটক করা হয়।
সে স্থানীয় মৃত হাকিম আলীর ছেলে। হানিফ নোয়াখালীপাড়াস্থ ফিশিং ট্রলারে মাদক পাচারকারী চক্রের অন্যতম সদস্য।
এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেছেন।