শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে আবারও চিঠি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফের দেশে ফেরানোর বিষয়ে আবারও দিল্লিকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানো হলেও এর কোনো উত্তর মেলেনি। তবে আমরা থেমে নেই। প্রয়োজনে আরেক দফা তাগাদা দিয়ে নতুন চিঠি পাঠানো হবে।”
ব্রিফিংয়ে আরও বলা হয়, সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। উপদেষ্টা বলেন, “পুশ-ইনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিয়মিত চিঠি চালাচালি চলছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৮ জুন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লির এসব সিদ্ধান্তে বাংলাদেশ ক্ষতির মুখে পড়েনি বরং আত্মনির্ভরশীলতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। নিজেদের সক্ষমতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে।”
চিঠি পাঠানোর বিষয়ে তিনি বলেন, “আমরা যে নতুন চিঠি পাঠাব, তাতে কিছু কনক্রিট পদ্ধতির কথা তুলে ধরা হবে। কনস্যুলার আলোচনার যে কাঠামো রয়েছে, সেটাও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।”
সবমিলিয়ে, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি শেখ হাসিনাকে ফেরানোর জন্য কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
























