সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের বাসে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিনে হজযাত্রী বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। শনিবার (৩১ মে) জেনিন শহরের বিভিন্ন এলাকায় অভিযানের সময় জেনিন গভর্নরেট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বাসটিতে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত পেরিয়ে জর্ডান হয়ে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাত্রীদের অধিকাংশই ছিলেন বয়স্ক নারী-পুরুষ।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি একটি সামরিক যান ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে আঘাত করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও হতাহতের কোনো নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এই ঘটনায় মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইচ্ছাকৃতভাবে নিরীহ হজযাত্রীদের ওপর এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার দাবি উঠেছে।
সূত্রঃ আনাদোলু এজেন্সি।

























