তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মারমারিস উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কিত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় জানান, ভূমিকম্পে প্রাণ হারানো ১৪ বছর বয়সী কিশোরী আতঙ্কে প্রাণ হারায়। আহতদের অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
ভূমিকম্পটি আঘাত হানে মুগলা প্রদেশের মারমারিস এলাকার উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে, ভোর ২টা ১৭ মিনিটে। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি (AFAD) এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটি শুধু তুরস্কেই সীমাবদ্ধ ছিল না; এর কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী গ্রিস ও মিশরেও।
তবে এখন পর্যন্ত মারমারিস বা আশপাশের আবাসিক এলাকায় বড় ধরনের কোনো ভবন ধ্বংসের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া।
সূত্রঃ আনাদোলু এজেন্সি।

























