ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত জামালপুর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন দিনাজপুরে সকল অফিসার ইনচার্জদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মনুষ্যত্বের চর্চায় শিক্ষকতা, সত্যের সন্ধানে সাংবাদিকতা’এম নজরুল ইসলাম খান বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গজারিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা  প্রতিরোধ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ সম্পন্ন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোরেলগঞ্জে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধের দাম। দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করা এবং জনগণের জন্য জীবন রক্ষাকারী ওষুধ সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে ওষুধ তৈরির কাঁচামাল এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সুযোগ সম্প্রসারিত করার প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রেফারেল হাসপাতালসহ ৫০ শয্যার বেশি হাসপাতাল স্থাপনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এর ফলে উন্নত চিকিৎসাসেবা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫০১ কোটি টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এ বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। এছাড়াও, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারী নিয়োগ ত্বরান্বিত করা হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে ৪ হাজার ১৬৬ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকার একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য বরাদ্দ রেখেছে ১ হাজার কোটি টাকা।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাসের ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধের দাম কমছে

আপডেট সময় : ০৩:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধের দাম। দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করা এবং জনগণের জন্য জীবন রক্ষাকারী ওষুধ সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে ওষুধ তৈরির কাঁচামাল এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সুযোগ সম্প্রসারিত করার প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রেফারেল হাসপাতালসহ ৫০ শয্যার বেশি হাসপাতাল স্থাপনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এর ফলে উন্নত চিকিৎসাসেবা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫০১ কোটি টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এ বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। এছাড়াও, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারী নিয়োগ ত্বরান্বিত করা হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে ৪ হাজার ১৬৬ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকার একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য বরাদ্দ রেখেছে ১ হাজার কোটি টাকা।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাসের ঘটনা।