সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চার জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম, তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩)।
স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীর রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চার জন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চার জনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।