শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (৩১ মে) সন্ধ্যায় কচুয়া অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও কচুয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আরমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কচুয়া থানা বিএনপির আহ্বায়ক হাজরা ওবায়দুল ইসলাম পান্না, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামীম হাসান রাবু, থানা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ নাহিদ সরদার প্রমুখ।