জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে অভিযান চালিয়ে ২হাজার পিস কুপিজেসিক ইঞ্জেকশনসহ সাগর আহম্মেদ (২৭) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
শনিবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলার কয়া সীমান্ত এলাকায় এ অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।
২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পের সুবেদার নাঈমুর রহমান জানান, সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ২৮১/৪৭ এস পিলারের ৪০০ গজ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা একটি অভিযান চালায়। অভিযানে একটি পলিথিন ব্যাগে কুপিজেসিক ইঞ্জেকশনসহ আটক করা হয় সাগরকে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী সাগর আহম্মেদকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।