জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৫৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

জাপান সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উল্লেখ্য, ড. ইউনূস গত ২৭ মে রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়েন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একাধিক আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছেন, যা রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চলতি বছরের জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে অংশ নেন। মার্চে সফর করেন চীনে। এপ্রিল মাসে থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।
সফর-পরবর্তী সময়ে ড. ইউনূসের দেশে ফেরার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমে তাঁর সরাসরি অংশগ্রহণ আরও সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।

























