গত ২৪ ঘন্টায় গাজায় ইসরাইলি হামলায় ৭২ জন নিহত
- আপডেট সময় : ০৪:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরও রক্তাক্ত হয়েছে অঞ্চলটি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আক্রমণে নিহত হয়েছেন অন্তত ৭২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৭৮ জন। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে গাজায় বিমান হামলা চালায়। এতে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধার কার্যক্রম এখনো চলছে।
এর আগে, আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতবিরোধকে কেন্দ্র করে ফের আগ্রাসন শুরু করে আইডিএফ। সেই থেকে নিয়মিত হামলা চালানো হচ্ছে গাজায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৮৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন।
জাতিসংঘ জানায়, ইসরায়েলের এই সামরিক অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে অঞ্চলের অধিকাংশ অবকাঠামো। অবরুদ্ধ ভূখণ্ডটির মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ হয়ে উঠছে।
এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

























