ঝালকাঠিতে প্রধান শিক্ষিকা ও তার স্বামীকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে এক প্রধান শিক্ষক ও তার স্বামীকে হত্যার হুমকি দেওয়ায় তারা ঘর থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে । উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদ খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন পশ্চিম সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক খাদিজা বেগম। এ ঘটনায় ওই শিক্ষিকা ২৭ মে (মঙ্গলবার) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা শহিদ খান দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা চালিয়ে আসছিলেন। সম্প্রতি বিদ্যালয়ের উন্নয়নে সরকারি বরাদ্দ পাওয়া ২৯ হাজার টাকা দিয়ে তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। কিন্তু বিএনপি নেতা শহিদ খান ২১মে বিকেল ৩ টায় বিদ্যালয়ে এসে বরাদ্দকৃত ওই টাকার হিসাব দেখতে চান। যেহেতু, ওই বিএনপি নেতা বিদ্যালয় কমিটির কোনো সদস্য নন। প্রধান শিক্ষক তাকে হিসাব চাওয়ার কারণ জিজ্ঞেস করেন। এতে ক্ষিপ্ত হয়ে শহিদ খান অন্য শিক্ষকদের সম্মুখে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
পরদিন তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের জানালে এনিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে শহিদ খান ২৩ মে দুপুর দেড় টায় প্রায় ৩০-৪০ জন লোক নিয়ে বিদ্যালয়ের সম্মুখে গিয়ে প্রধান শিক্ষিকার নাম ধরে অশ্লীল গালিগালাজ করেন। সেদিন ওই শিক্ষিকা ছুটিতে ছিলেন। এ সময় ওই বিএনপি নেতা উপস্থিত লোকজনের সম্মুখে ওই শিক্ষিকা ও তার স্বামীকে হত্যা এবং তাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়ে চলে যান। ওই শিক্ষিকা অভিযোগে আরও উল্লেখ করেন, বিএনপি নেতা শহীদ খান ও তার লোকজনের দেওয়া প্রাণনাশের হুমকিতে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা ঘর থেকে বের হতে পারছেন না।
এ ঘটনায় ওই প্রধান শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরেও লিখিত অভিযোগ দিয়েছেন । তিনি ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদে তাকে দ্রুত ওই বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে ২৫ মে বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছেন।
নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম জানান, প্রধান শিক্ষক খাদিজা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















