শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ
- আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর সদর শাখা ও ১১ নং ওয়ার্ড দক্ষিণ শাখার উদ্যোগে জামালপুরে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে জেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মোড়র বাগেরহাটা ঈদগাহ প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আব্দুল রাজ্জাক লিটনের সভাপতিত্বে ও ১১ নং ওয়ার্ড দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী , পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সজল মিয়া, এডঃ মহন মিয়া প্রমুখ।



















