আজ শুক্রবার (৩০ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। বিএনপি প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন জিয়াউর রহমান।
মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নম্বর সেক্টরের কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। স্বাধীনতার ঘোষক হিসেবে তার ঘোষণা দেশের মানুষের মাঝে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কৃষি, শিল্প ও অর্থনৈতিক খাতে যুগান্তকারী পরিবর্তন আনেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি ২৬ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে—আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।
শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। একইদিন দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়.