ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত জামালপুর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন দিনাজপুরে সকল অফিসার ইনচার্জদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মনুষ্যত্বের চর্চায় শিক্ষকতা, সত্যের সন্ধানে সাংবাদিকতা’এম নজরুল ইসলাম খান বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গজারিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা  প্রতিরোধ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ সম্পন্ন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোরেলগঞ্জে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব-খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার যে লড়াইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও প্রতিকূলতার মুখে। তবে আমরা শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে দেখতে পাব।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, “এই দিনটি আমাদের পরিবারের জন্য যেমন বেদনার, তেমনি গোটা জাতির জন্যও এক শোকাবহ অধ্যায়। শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও জাতীয় স্বকীয়তার রূপকার। তাঁর রেখে যাওয়া আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বকীয়তা এবং জাতীয় উন্নয়নের যে ভিত্তি শহীদ জিয়া তৈরি করে গেছেন, তা পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানাই।”

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব-খালেদা জিয়া

আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার যে লড়াইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও প্রতিকূলতার মুখে। তবে আমরা শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে দেখতে পাব।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, “এই দিনটি আমাদের পরিবারের জন্য যেমন বেদনার, তেমনি গোটা জাতির জন্যও এক শোকাবহ অধ্যায়। শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও জাতীয় স্বকীয়তার রূপকার। তাঁর রেখে যাওয়া আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বকীয়তা এবং জাতীয় উন্নয়নের যে ভিত্তি শহীদ জিয়া তৈরি করে গেছেন, তা পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানাই।”

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।