ধামইরহাটে উন্মুক্ত বাজেট ঘোষণা
- আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় বুধবার (২৮ মে) সকাল ১১ টায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা সুবজ কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মো. রওশন জামাল চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, ক্ষুদ্র-নৃগোষ্ঠি প্রতিনিধি, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মো. বদিউজ্জামান লিমন, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা বৃন্দ এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, উদ্দ্যোক্তগন ও ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ প্রমুখ।



















