শিশু থেকে বৃদ্ধ, পুষ্টিকর খাবার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা আতিউর রহমান, ডাঃ নুরে আলম প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ চিকিৎসক, নার্স উপস্থিত ছিলেন।