ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৫ পালিত হয়েছে *সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমতলী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  পালিত কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া এবং মিলাদ অনুষ্ঠিত। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লিনিকের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেল নতুন ঠিকানা ঠাই হয়েছে সিঙ্গাপুর প্রবাসীর ঘরে গ্রামপুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কুড়িগ্রামে বিএসএফের পুশইন, রৌমারী সীমান্তে উত্তেজনা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে।

রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে ঘটনার প্রতিবাদে বিজিবির বাধা, উত্তেজনা চরমে, ছোড়া হয়েছে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দিকে রৌমারীর বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর পিলারের নিকটবর্তী নোম্যান্স ল্যান্ডে বিএসএফ ১৪ জন নারী-পুরুষকে পুশইন করার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। তারা সবাই ভারতের আসাম রাজ্যের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

এ সময় স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, ময়জুদ্দিনসহ কয়েকজন জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা কয়েকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছিল। বিজিবি তাতে বাধা দিলে বিএসএফ সকাল ৬টার দিকে অন্তত চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়াও, বড়াইবাড়ি সীমান্তে সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনাও ঘটে।

জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়।

পুশইনকৃত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা নোম্যান্স ল্যান্ডে রয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন।”

এদিকে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, “আমাদের সেক্টরে বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ২৩-২৪ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

উল্লেখ্য, সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে বিএসএফের পুশইন, রৌমারী সীমান্তে উত্তেজনা

আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে।

রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে ঘটনার প্রতিবাদে বিজিবির বাধা, উত্তেজনা চরমে, ছোড়া হয়েছে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দিকে রৌমারীর বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর পিলারের নিকটবর্তী নোম্যান্স ল্যান্ডে বিএসএফ ১৪ জন নারী-পুরুষকে পুশইন করার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। তারা সবাই ভারতের আসাম রাজ্যের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

এ সময় স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, ময়জুদ্দিনসহ কয়েকজন জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা কয়েকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছিল। বিজিবি তাতে বাধা দিলে বিএসএফ সকাল ৬টার দিকে অন্তত চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়াও, বড়াইবাড়ি সীমান্তে সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনাও ঘটে।

জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়।

পুশইনকৃত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা নোম্যান্স ল্যান্ডে রয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন।”

এদিকে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, “আমাদের সেক্টরে বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ২৩-২৪ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

উল্লেখ্য, সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে।