বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজ রবিবার (১৮ মে) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শাকিল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক শাহীন শেহজাদসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।
বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা অতি দ্রুত সাম্য হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।