চট্টগ্রামের লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ মনসুর আলী (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণের একটি পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনসুর উপজেলার চরম্বা মাইজবিল টেকের দোকান গ্রামের নাজির আহমদের ছেলে। পুলিশের দাবি, মনসুর চিহ্নিত মাদক কারবারি।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে মাদক কারবারি মনসুরকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত পিকআপে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে তোলা হয়।