চুরি করতে গিয়ে ‘অপরাধ জগতের সম্রাট’ শাহিন সরকার আটক
- আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরের চর জানাযাত ইউনিয়নের আলোচিত ব্যক্তি শাহিন সরকার (৫০) গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘অপরাধ জগতের সম্রাট’ নামে পরিচিত।
বুধবার দিবাগত রাতে মাদবরের চর ইউনিয়নের পুরান কান্দি গ্রামের ইলিয়াস মাদবরের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। ইলিয়াস মাদবর জানান, রাত আনুমানিক ২টার দিকে চুরির সময় তিনি বিষয়টি টের পান এবং প্রতিবেশীদের সহায়তায় শাহিনকে আটক করতে সক্ষম হন। এ সময় তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, আগের সরকার আমলে শাহিনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। এলাকায় দীর্ঘদিন ধরে সে ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, “জনতার হাত থেকে শাহিনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















