কচুয়ায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

আগামী ১৬ মে খুলনা বিভাগে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিভাগীয় সমাবেশ সফল করতে কচুয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কচুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কচুয়া উপজেলা শাখার আয়োজনে যুবদলের আহবায়ক ডাকুয়া অলিউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান মুক্তার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, উপজেলা বিএনপি’র আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



















