সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ১২:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের মাধ্যমে ফাঁসি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৫ই মে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় কচুয়া ডিগ্রী কলেজ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে হয়ে পুনরায় মিছিলটি ডিগ্রী কলেজ গেটে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খান হিমেল, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক পার্থ হালদার, ছাত্রদল নেতা শেখ তামিম, সাকিব শিকদার, মোঃওমর ফারুক,শিহাব শেখ, আজিজুল,তানিম শিকদার সহ আরও অনেকে।



















