সংবাদ শিরোনাম ::
যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধায় গাঁজাসহ এক মাদককারবারি গ্রেফতার
কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের উত্তর ভাষাপাড়া গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৩ মে (সোমবার) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক ফুলছড়ি উপজেলার উত্তর ভাষাপাড়া গ্রামের মৃত আফতাব খন্দকারের ছেলে হেলাল উদ্দিন।
সূত্র জানায়, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকেও একাধিক অভিযোগ ছিল।
অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তা জানান, ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



















