মণিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের মুন্সিখানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে (১১ মে) রাতে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা সহ রিপন হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশের একটি চৌকশ টিম।
যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজীর নির্দেশনায় মণিরামপুর থানা পুলিশ কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
গ্ৰেপ্তার, রিপন হোসেন (২৯) মুন্সি খানপুর সোনার মোড়স্থ মোঃ আব্দুস সামাদের ছেলে।
মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, মাদকদ্রব্য ইয়াবা সহ আটক রিপনকে আদালতে পাঠানো হয়েছে।