গোপালগঞ্জে ইয়াবা, অস্ত্র ও গাড়িসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র ও একটি গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ মে) রাত ৩টার দিকে শহরের গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা সিকিপাড়া গ্রামের বাসিন্দা ও শহরের কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫) ও তার গাড়ি চালক সাজ্জাদ (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ড. মো. রুহুল আমিন সরকার জানান, বিশেষ অভিযান চালাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় গাড়িটি দেখে সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র পাওয়া গেলে মাদক ব্যবসায়ী রফিকুল ও তার গাড়ি চালক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।




















