ভান্ডারিয়ায় মোবাইলের দোকানে আগুন, ক্ষতি ৫৫ লাখ টাকা
- আপডেট সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা বাজারের শেরে বাংলা সড়কে স্বর্ণকার পট্টিতে একটি মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দোকানের মালিক দাবি করছে , আগুনে তার ৫৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৯ মে) ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে পৌরসভা বাজারের শেরে বাংলা সড়কে স্বর্ণকার পট্টির মোবাইলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ, ঘটনাস্থলে এসে কিছুক্ষনের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে সাফিন টেলিকম নামের দোকানটি আগুনে পুড়ে পুরোটাই ছাই হয়ে যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগছে বলে ধারণা করা হচ্ছে।
দোকানের মালিক সজীব গাজী বলেন, আমি বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যাই শুক্রবার দোকানে আসিনি, আমার ব্যক্তিগত কাজের জন্য চন্ডিপুর গেছিলাম, সেখান থেকে বিকেলে বাড়িতে আসি, আর রাতে ঘুমোতে যাবার আগে প্রতিদিনের ন্যায় দোকানের সিসিটিভি চেক করলে অন্ধকার দেখতে পাই, তখন খোঁজ নিয়ে জানতে পারি মার্কেটে আগুন লেগেছে, তাৎক্ষণিক ভাবে চলে আসি। ততক্ষণে সবকিছুই শেষ।
আগুনে নিজের ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, ৬টি মোবাইল কোম্পানীর ডিলার, সকল ধরনের মোবাইল এক্সেসরিজের মাল ও বাটন মোবাইল বিক্রি করতাম, সব মিলিয়ে আনুমানিক ৫৫ লক্ষ টাকার অধিক মালা মাল ছিল। সবকিছুই শেষ হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, আমি ধারদেনা করে ব্যবসা করি। সব হারিয়ে আমি নিঃস্ব। ব্যবসায়ীরা টাকা পাবে। প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে রাস্তা বসা ছাড়া কোনো উপায় নেই।



















