আনন্দমোহন সরকারি কলেজ প্রফেসর আমির হোসেনর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

দেশের প্রাচীনতম অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আনন্দ মোহন সরকারি কলেজ এর গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও গফরগাঁও সরকারী কলেজের নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেনকে সরকারী আনন্দ মোহন কলেজ এর গণিত বিভাগের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত ছুটি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১০ মে শনিবার সকালে শহরের টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মোহন কলেজ থেকে সকাল দশটায় সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠা্নে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোশাররফ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজাহার।
উল্লেখ্য প্রফেসর আমির হোসেনকে ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানটি আনন্দ মোহন কলেজের গনিত বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মহামিলন মেলায় রূপ নেয় ।



















