মাদকবিরোধী আন্দোলনে নামছে খুলনা মহানগর বিএনপি
- আপডেট সময় : ১১:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

খুলনায় মাদক ব্যবসা নিয়ে হামলা, মামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে—এমন পরিস্থিতিতে শহর আবারও অশান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। শুক্রবার (৯ মে) কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, মাদক ব্যবহারে প্রতিরোধ গড়ে তোলা ও মাদকমুক্ত খুলনা বির্নিমানে’ মহানগর বিএনপির আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মনা আরও বলেন, মাদকাসক্তদের ৭০ শতাংশই শিক্ষার্থী, যাদের বয়স ১৪ থেকে ২২ বছরের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তায় এই সংকট বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে খুলনা মহানগর বিএনপি ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার (১০ মে) নগরীর খালিশপুর থানার ৭, ৮ ও ১০ ওয়ার্ডের উদ্যোগে মাদক বিরোধী র্যালি বিকাল ৪টায় চিত্রালী বাজার। রবিবার (১১ মে) খালিশপুর থানার ৯, ১৪ ও ১৫নং ওয়ার্ডে মাদক বিরোধী র্যালি বৈকালী মোড়। সোমবার (১২ মে) ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে র্যালি স্থানীয় বিএনপি অফিস। ১ ও ৩নং ওয়ার্ডে মাদক বিরোধী র্যালি বিকাল ৪টায় র্যালি গেটে। এড. মনা মাদক বিরোধী কর্মসূচি সফল করতে খুলনাবাসিসহ বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার সভাপতি এডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।



















