সংবাদ শিরোনাম ::
আ.লীগ নিষিদ্ধের দাবিতে জমায়েত; মঞ্চের সামনে আন্দোলনকারীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে। দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে আন্দোলনকারীরা এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে তৈরি মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।সমাবেশের জন্য একটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। বড় জমায়েতের লক্ষ্যে আন্দোলনকারীরা এই মঞ্চের সামনেই জড়ো হয়েছেন।
এদিকে কাকরাইল মসজিদের দিক থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়া রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি গতকাল রাত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

























