পাকিস্তান নিয়ে ভুয়া তথ্যের প্রচারে ভারতীয় মিডিয়ার ‘গুজবের রাত’
- আপডেট সময় : ০১:০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতীয় মিডিয়ায় পাকিস্তানকে ঘিরে গুজবের জোয়ার বইতে থাকে। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক অবাস্তব ও যাচাই-বিহীন তথ্য ছড়িয়ে পড়ে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়—পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, দুইজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, ভারতের বিমান হামলায় লাহোর ও করাচি বন্দরে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তবে এসবের কোনওটিই ঘটেনি বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। প্রকৃতপক্ষে, আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের ওপারে কোনো ধরনের পাল্টা হামলা চালাইনি।”
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকার দাবি করে, পাকিস্তান তাদের জম্মু ও কাশ্মির, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন সেনাঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, ভারত হয়তো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াতে এসব করছে।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, যেটিকে পাকিস্তানি পাইলট হিসেবে দেখানো হয়েছে, সেটি আসলে ২০১৬ সালে তুরস্কে তোলা একটি ছবি, যেখানে দেখা যায়, তুরস্কের সেনারা একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের কাছে দাঁড়িয়ে রয়েছেন।
একইভাবে করাচি বন্দরের ধ্বংসের ছবি হিসেবে যা দেখানো হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ২০২৪ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার ছবি। আরও একধাপ এগিয়ে, ভারতীয় কিছু টিভি চ্যানেল ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলার ভিডিওকেও পাকিস্তানে ভারতের হামলা হিসেবে প্রচার করেছে।

























