সংবাদ শিরোনাম ::
গনহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না
নাটোর, জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেছেন আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করা হয় নাই এবং এই গনহত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হতে পারে না হতে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বনপাড়া বাজারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গনহত্যার বিচার দাবির মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা।
বড়াইগ্রাম উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাহবুব সরদার এর সভাপতিত্বে ও জেলা সংগঠক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা সদস্য সচিব সামিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা সদস্য সচিব মোঃ নুহু ইসলাম, মুখ্য সংগঠক মোঃ সাজেদুল ইসলাম শান্ত, যুগ্ম আহবায়ক সালমান , উপজেলা মুখ্যপাত্র শারমিন সুলতানা প্রমুখ।



















