সংবাদ শিরোনাম ::
চান্দগাঁওয়ে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকাসহ চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় চান্দগাঁও থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা স্থানীয় একটি বাসায় দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়া খেলে আসছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “জুয়া সমাজে একটি বড় সামাজিক ব্যাধি। আমরা নিয়মিত এই ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

























