বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট সময় : ০২:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সিরাজ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে ৪টায় তাঁর নিজ বাড়ির মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় আলেম, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার আগে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং স্থানীয় জনগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার (৫ মে) ঢাকার পপুলার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



















