বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ মারা গেছেন
- আপডেট সময় : ০৮:৪৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ মারা গেছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা সোমবার দুপুরে রাজধানীর পপুলার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালটিতে দেড় মাস ধরে ভর্তি থাকা সিরাজকে মৃত্যুর আগে কয়েক দিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল বলে জানান তার একমাত্র ছেলে পরশ রহমান রাফসানজানী।
জে বাংলাকে তিনি বলেন, সোমবার (৫ মে) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি মারা যান।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা ২২তম জাতীয় সম্মেলনে দলের উপদেষ্টামন্ডলীর সদস্য হন। এর আগে ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মাদারীপুরে জ্ন্মগ্রহণকারী এ শ্রমিক নেতা নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলে কাজ করতেন। ১৯৬৯ সালে গঠিত জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি।
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জনসভায় নরসিংদীর ঘোড়াশাল থেকে শ্রমিকদের সঙ্গে নিয়ে রেললাইন ধরে পায়ে হেঁটে জনসভায় যোগ দিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
পরে কেন্দ্রীয় শ্রেমিক লীগের দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
























