সংবাদ শিরোনাম ::
এক ঘন্টার চেষ্টায় ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায়, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
তিনি আরও জানান, ভবনের ভেতর থেকে মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


























