মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজার পৌরসভার হাজী বিরিয়ানী হাউস, হাজী শাহী বিরিয়ানী হাউস এবং হাজী কাচ্চি ঘরসহ একাধিক বিরিয়ানী হাউসের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল এই অভিযান পরিচালনা করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রান্না করা খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহারসহ একাধিক অভিযোগের ভিত্তিতে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল্ মারুক। অভিযানের সময় তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক জহর লাল পাল এবং আনসার সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।