মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম: কোতোয়ালী থানা পুলিশের নিরলস অভিযানের অংশ হিসেবে এসআই আজহারুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দীর্ঘদিন পলাতক থাকা ওই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চলমান থাকবে। অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
অপরাধীদের তথ্য দিন, পুলিশের সহায়তা নিন।