সংবাদ শিরোনাম ::
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (তারিখ দিন) স্থানীয় সময় দুপুরে লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, “গাজায় শহীদদের রক্ত বৃথা যাবে না। ইন শা আল্লাহ, শহীদি রক্তের বদৌলতে ফিলিস্তিন একদিন স্বাধীন হবে এবং পবিত্র আল-আকসা মসজিদ মুসলমানদেরই থাকবে।”
বিক্ষোভে লোহাগাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং বিশ্ব মুসলিম নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখার দাবি জানান।
—
























