গাজায় গণহত্যার প্রতিবাদে পাঁচ্চরে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি
পাঁচ্চর (মাদারীপুর),
গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে মাদারীপুরের পাঁচ্চরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে পাঁচ্চর স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনার বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।
স্থানীয় মানবাধিকার ও শান্তিকামী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ‘গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘মানবতা বাঁচাও’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “গাজায় শিশু, নারীসহ নিরীহ মানুষের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।”
কর্মসূচির শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

























