চুনতি জাঙ্গালিয়ায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা
- আপডেট সময় : ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

চুনতি জাঙ্গালিয়ায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা
মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চুনতি জাঙ্গালিয়া এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও দুর্ঘটনার আশঙ্কা কমাতে স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় সম্প্রতি স্থাপন করা হয়েছে গতিরোধক (স্পিড ব্রেকার), সাইনবোর্ড ও গতি নিয়ন্ত্রণ চিহ্ন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই এলাকায় অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে অভিযোগ করে আসছিলেন। অবশেষে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরও কিছু কার্যকরী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।”
এ উদ্যোগে এলাকায় যানবাহনের গতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান স্থানীয়রা।
—

























