মেদিনীপুর জেলার কোলাঘাটের ছাতিন্দা গ্রামে, এক সেনাকর্মীর বাড়িতে সিবিআই হানা।
- আপডেট সময় : ০২:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মেদিনীপুর জেলার কোলাঘাটের ছাতিন্দা গ্রামে, এক সেনাকর্মীর বাড়িতে সিবিআই হানা।
আজ ৪ঠা এপ্রিল শুক্রবার, আর্থিক দুর্নীতির অভিযোগে , পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ছাতিন্দা গ্রামে এক সেনাবাহিনী কর্মীর বাড়িতে তল্লাশিতে করতে এলো সিবিআই। ঘটনাটি ঘটে আগামীকাল সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত। অভিযোগ গ্রামের যুবক মৃন্ময় ঘোষ বর্তমানে আসামে সেনাবাহিনীতে কর্মরত আছেন।
পরিবার সূত্রে জানা গেছে, কর্মরত অবস্থায় আর্থিক দুর্নীতি রয়েছে ওই সেনাবাহিনী কর্মীর নামে, আর এই বিষয়ে তদন্তের স্বার্থে গতকাল মৃন্ময়ের বাড়ি ছাতিন্দা গ্রামে এবং সেনাবাহিনী কর্মী মৃন্ময়ের গুয়াহাটির ফ্ল্যাটে একই সাথে সিবিআই তল্লাশি চালায়।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল প্রায় ৭ ঘন্টা জেরা করে পরিবারের লোক জনের সাথে এবং বেশ কয়েকটি রাষ্ট্র ব্যাংকের পাস বই এবং এলআইসি-র কাগজপত্র সহ বেশ কিছু নথি নিয়ে যায়। সিবিআই অফিসারেরা , তবে কত টাকা আর্থিক লেনদেন নিয়ে এই তদন্ত তা সুপ্পষ্ট নয়,
তবে মৃন্ময়ের কাকা মানষ ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, কর্মরত অবস্থায় মৃন্ময় কারোর কাছ থেকে টাকা নিচ্ছিলেন, এমন ওই ভিডিও ছবি সেনাবাহিনীর অফিসারেরা হাতে পান, তারপরই তদন্ত শুরু করে সিবিআই, আর ঠিক এই কারণেই তদন্তের স্বার্থে কোলাঘাটে আসে সিবিআই, একি সাথে গুয়াহাটির ফ্ল্যাটও সি বি আই তল্লাশি চালায়। সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে আজ সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়নি মৃন্ময়ের বাবা মৃণাল ঘোষ। শান্ত স্বভাবের গ্রামের সাদা সিদে ছেলে মৃন্ময় সেনা বিভাগে কাজ করে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে পড়বে এবং গ্রামে সিবিআই হানা দেবে এমনটা ভাবতে পারছেন না গ্রামবাসীরা।
পরিবারের কাকা বিভাস ঘোষ জানান, তার ভাইপো এমন কোন দুর্নীতির সাথে যুক্ত হতে পারেনা , হয়তো ফাঁসানো হয়েছে এমনটাই দাবী কাকা বিভাস ঘোষের ,তবে রাতে সিবিআই অফিসারেরা কোন মন্তব্যই করতে চাননি সংবাদ মাধ্যমকে। এমন ঘটনায় গ্রামের বাসিন্দারা হতবাক।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

























