লোহাগাড়ার চুনতী জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আলোচনা
- আপডেট সময় : ১১:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

লোহাগাড়ার চুনতী জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আলোচনা
মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
লোহাগাড়া: বারবার সড়ক দুর্ঘটনার শিকার লোহাগাড়ার চুনতী এলাকার জাঙ্গালিয়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক।
এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইনামুল হাছান, লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব ফরিদ উদ্দীন খান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লোহাগাড়া মাশাবী রেস্টুরেন্টে আয়োজিত বৈঠকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক (আরকান সড়ক) ছয় লেনে উন্নীতকরণের জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর এবং সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, যাতে চুনতী জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পায় এবং নিরাপদ সড়ক নিশ্চিত হয়।

























