এলডিপির রাজশাহী মহানগর ও জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০২:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

এলডিপির রাজশাহী মহানগর ও জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজশাহী মহানগর ও জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন(মৃধা) এর সভাপতিত্বে আব্দুল হাকিম এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শফিউল আজম (জুয়েল) সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং রাজশাহী মহানগরের সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জহুরা শারমিন সভাপতি রাজশাহী জেলা, রবিউল ইসলাম সাধারণ সম্পাদক দুর্গাপুর উপজেলা, সারোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম শফিউল আজম (জুয়েল) বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমরা একতাবদ্ধ হয়ে কর্নেল(অবঃ) অলি আহমদ বীর বিক্রম এর দিকনির্দেশনায় এসব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবো, ইনশাল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মোছাঃ জহুরা শারমিন বলেন, আসুন আমরা সব ধরনের হানাহানি ও ভেদাভেদ ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিই।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এলডিপির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিভিন্ন আলোচনা শেষে, মনোয়ার হোসেন(মৃধা) সভাপতি রাজশাহী জেলা এর সভাপতিত্বে উপস্থিত গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

























