মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনা বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১২ জন আসামী গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) জসীম উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। মোঃ সুলতান মিয়া (৩৮), পিতা-মৃত বেলায়েত হোসেন, মাতা-হাজেরা বেগম, সাং-ভবানীপুর, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, ২। তারেকুল ইসলাম (২৪), পিতা-মতিয়ার রহমান, মাতা-মোছাঃ তাহমিনা খাতুন, সাং-পূর্ব নঠুরচর, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রিপন সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শরিফ আলী (৩৭), পিতা-কাশেম আলী, মাতা-আছমা খাতুন, সাং-বাঁশবাড়ী কলোনী, ২। অনিক (২৪), পিতা-বাবুল মিয়া, মাতা-শামীমা, সাং-পুরোহিতপাড়া, ৩। মোবারক হোসেন মুন্না (৩৫), পিতা-সালাম, মাতা-শিউলি বেগম, সাং-১৬৬/বি আরকে মিশন রোড, সর্ব থা্না-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানাধীন সিকে ঘোষ রোড এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সুমন মিয়া (২৬), পিতা-মৃত মনির উদ্দিন, মাতা-মোছাঃ জহুরা বেগম, সাং-রঘুরামপুর সবজীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন রঘুরামপুর এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। বিনু মিয়া (৪৫), পিতা-মানিক, মাতা-গীতা, সাং-চর কালীবাড়ী বর্তমান- কৃষ্টপুর দৌলত মুন্সী রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন গাঙ্গিনারপাড় এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এসআই (নিঃ) মোঃ খলিলুর রহমান, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ অলি উল্লাহ (২২), পিতা-মোঃ উসমান গণি, মাতা-মোছাঃ ফরিদা খাতুন সাং দিঘলাপাড়া, রাঘবপুর থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। সুমন মিয়া (৩৫), পিতা-মিন্টু মিয়া, সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩২ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ স্বপন আকন্দ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোসাঃ মাকসুদা খাতুন (), পিতা-সুরহাব আলী, স্থায়ী: গ্রাম- নিজকল্পা, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। রাজিব (), পিতা-সিরাজ উদ্দিন, স্থায়ী: (সাং-দীঘারকান্দা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ নাদিম খান, পিতা-মওদুদ খান, সাং-আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।