সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুরের ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃদ্ধ এই আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষক মোঃ বুলবুল মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মোঃ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, ঝালকাঠি জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ সায়েম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সায়েম আকন, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দীক।