নোয়াখালীতে নারী হত্যার ঘটনায় খুনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী
- আপডেট সময় : ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

রাসেদ বিল্লাহ চিশতীঃ
নোয়াখালী সদর উপজেলাে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে অভিযুক্ত প্রধান আসামি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের ওবায়দুল হকের নিজ বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনার পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা এক খানা চাপাতি উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চুরি করতে গিয়ে ধরা পড়ায় এ হত্যাকা- ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মো. ওবায়দুল হক তারেক (৩৮)কে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তিনি একজন পেশাদার চোর বলে জানিয়েছে পুলিশ।
এই নৃশংস ঘটনার পরে নিহত তাসলিমা বেগমের ছোট ভাই আহসান উল্যাহ রহিম সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি করতে গিয়ে ওবায়দুল হক ধরা পড়লে তাঁকে চিনে ফেলেন তাসলিমা বেগম। এ কারণে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ বলছে, বিস্তারিত জানতে তদন্ত চলছে।

























