জননী কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ‘জননী কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে’ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেকানী ইউনিয়নের কিনারবেড় এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক মো. আব্দুল পান্না সভাপতিত্ব করেন এবং সিনিয়র শিক্ষক জুলফিকার হোসেন জুলহাস অনুষ্ঠানের পরিচালনা করেন। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তায়েজ উদ্দিন তাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন,তেকানী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি খোস মাহমুদ মাস্টার, সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ ও অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যের তায়েজ উদ্দিন তাজ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকেই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রান্তাস চাঁদাবাজ,মাদকমুক্ত সমাজ করা সম্ভব ইনশাআল্লাহ।
এসময়ে আরও বক্তব্য রাখেন খোস মাহমুদ মাস্টার বলেন,

























