মুন্সিগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযান নিরব ভূমিকা প্রশাসন।
- আপডেট সময় : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা উন্নতি হচ্ছে না প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও চলছে সন্ত্রাসীদের সংঘাত হচ্ছে সংঘর্ষ। থামছে না গুম, খুনাখুনি, ডাকাতি, ছিনতাই, চুরি, টেন্ডারবাজি চাঁদাবাজি, দখলবাজি, ক্যাডার বাহিনী নিয়ন্ত্রণ দুর্নীতি ও অনিয়সহ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী গোষ্ঠী জড়িত জনমনে ইভটিজিং কিশোর গ্যাংয়ের আতঙ্ক যেন নিত্যদিনের ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে মানুষ অপরাধীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে অপারেশন ডেভিল হান্টের অভিযান নিরব ভুমিকায় প্রশাসন।
অনুসন্ধানে এলাকাবাসী জানান, তারা সময় আমরা এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করলেও বিপদ। পরবর্তীতে তাদের ভয়ভীতি প্রদর্শন করে কিশোর অপরাধীরা। অভিযোগ করলে কোন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসার আগে এসব কিশোর গ্যাং অপরাধীরা সেখান থেকে পালিয়ে যায়। সাধারণ জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই মনে করছেন, যদি প্রশাসন সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা না করতে পারে, তবে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। এ অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।



















