মাইজভান্ডারি খাদেমের উদ্যেগে আলোচনা সভা সম্পূর্ণ
- আপডেট সময় : ০৭:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

রাসেদ বিল্লাহ চিশতীঃ
নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক ওলেয়ে কামেল বদু দরবেশের মাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি সারা বাংলাদেশে ওলি আউলিয়ার মাজার শরিফ ও ওরসের বিরুদ্ধে নানা চক্রান্ত ও হিংসাত্মক তৎপরতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া এবং কমিটি গঠন নিয়ে আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার হক মঞ্জিলের সুনামধন্য খাদেম মোঃ আবুল কাশেম সেলিম আল মাইজভান্ডারির সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোঃ সফি ভান্ডারী, মোঃ বেলাল হোসেন আল মাইজভান্ডারি, বাবর আলী ভূট্র, মোঃ লিটন মেম্বার, সূফী সাহিত্য পল্লী গন পাঠাগারের সদস্য সচিব মোঃ সামিউল ইসলাম আজিমসহ আরও অনেকে। প্রধান আলোচক মাইজভান্ডার হক মঞ্জিলের সুনামধন্য খাদেম মোঃ আবুল কাশেম সেলিম আল মাইজভান্ডারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে সম্প্রতি ওলি আউলিয়ার মাজার শরিফে আতর্কিত আক্রমণ, হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের এবং ওরসের বিরুদ্ধে নানা চক্রান্ত ও হিংসাত্মক তৎপরতা দেখা যাচ্ছে। সকল চক্রান্তের বিরুদ্ধে মাইজভান্ডার শরীফের আওলাদে পাকগন ঐক্যবদ্ধ হয়েছেন এবং জেলা ভিত্তিক কমিটি গঠন করতে দিকনির্দেশনা প্রদান করেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে সকল কার্যক্রমে আমার সহযোগিতা থাকবে। পরিশেষে মিলাদ ও দোয়া মুনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়েছে।

























